Tuesday , December 6 2016
Home / অন্যান্য / স্বপ্নেও মনিবকেই ভাবে প্রভুভক্ত কুকুর!
প্রকাশঃ 25 Oct, 2016, Tuesday 4:11 PM || অনলাইন সংস্করণ
dog-sleep

স্বপ্নেও মনিবকেই ভাবে প্রভুভক্ত কুকুর!

প্রজন্ম ডেস্কঃ রাতে দু’চোখ এক হতেই সেখানে এসে ভর করে ঘুম। একইসঙ্গে আরও একজন আসে, স্বপ্ন। নিত্যদিনের ঘটনা বা ভাবনাচিন্তা গুলিই স্বপ্ন আকারে দেখে মানুষ। এই তত্ত্ব প্রমাণ হয়েছে বহু আগেই। এবার কুকুরের স্বপ্ন নিয়ে গবেষণা চালিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। যা শুনলে আবেগাতাড়িত হবেন কুকুরদের সকল মুনিব। কারণে ঘুমের মধ্যেও মুনিবকে নিয়েই চিন্তা করে প্রভু ভক্ত কুকুর।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিবর্তনীয় মনোবিজ্ঞানী ডা. ডেয়ারড্রে ব্যারেট কুকুরের স্বপ্ন নিয়ে চালিয়েছিলেন গবেষণা। সেই গবেষণা থেকেই উঠে এসেছে এই তথ্য। হার্ভার্ড মেডিকেল স্কুলের এই অধ্যাপকের মতে, “ঘুমের মধ্যেও মুনিবকে নিয়ে চিন্তা করে কুকুর। ঘুমন্ত অবস্থায় প্রভুর মুখ, গাঁয়ের গন্ধ এবং মনিবের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কথাই ভাবে কুকুর।”

Check Also

jesmin_1

‘পুরুষাঙ্গ ছেদনই হতে পারে ধর্ষণের একমাত্র শাস্তি’

অনলাইন ডেস্ক: ধর্ষণের শাস্তি কী হতে পারে তা নিয়ে মত প্রকাশ করতে গিয়ে দক্ষিণী অভিনেত্রী ...