Tuesday , December 6 2016
Home / Slider / সৌদিতে সড়ক দুর্ঘটনায় বরিশালের ৫ যুবক নিহত
প্রকাশঃ 22 Sep, 2016, Thursday 6:57 PM || অনলাইন সংস্করণ
soudi-map

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বরিশালের ৫ যুবক নিহত

কল্যান কুমার চন্দ, বরিশাল প্রতিনিধিঃ সৌদি আরবে মাইক্রোবাস দূর্ঘটনায় দুই ভাইসহ ৬ বাংলাদেশী শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে নিহত ৫ জনসহ আহতের বাড়ি বরিশালে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটার দিকে দামাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহদরদের স্বজন সৌদিতে কর্মরত জেলার গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার শাহজালাল মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সৌদি আরবের সময় ভোর ৫টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারের পুত্র বাবুল ও শহিদুল, উজিরপুরের জল্লা ইউনিয়নের বাসিন্দা শহিদ হাওলাদারের পুত্র রফিকুল ও সাইফুল ইসলাম, ভোলার সাহাবুদ্দিন, পটুয়াখালী বাচ্চু ও পাবনার রানা মাইক্রোবাসযোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দাম্মাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। আহতকে সৌদির কাতিপ হাসপাতালে ভর্তি ও নিহতদের একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষনিক সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে জানানোর পর ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তারা এসেছে পৌঁছেছেন। অপরদিকে আগৈলঝাড়া ও উজিরপুরের নিহতদের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, এ মর্মান্তিক দূর্ঘটনার খবর পেয়ে ওইসব বাড়িতে এখন শোকের মাতম চলছে।

Check Also

hasina

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চারটি ব্যাংক চার লাখ কম্বল প্রদান করেছে

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চারটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতে ...