Thursday , December 8 2016
Home / সারা বাংলা / খুলনা বিভাগ / মায়ানমারে মুসলিম নির্যাতনের প্রতিবাদে স্টুডেন্ট অব যশোরের মানববন্ধন
প্রকাশঃ 28 Nov, 2016, Monday 7:25 PM || অনলাইন সংস্করণ
jessore

মায়ানমারে মুসলিম নির্যাতনের প্রতিবাদে স্টুডেন্ট অব যশোরের মানববন্ধন

শাওন চৌধুরী, যশোরঃ যশোর প্রেসক্লাবের সামনে মায়ানমারে রাখাইন প্রদেশে সামরিক বাহিনী কতৃক সংক্ষ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর লোমহর্ষক নির্যাতন, নিপিড়ন, গুলি ও পুড়িয়ে হত্যা বন্দ করার প্রতিবাদে মানববন্ধন ও আলোচনার আয়োজন করেন স্টুডেন্ট’স অব যশোর, সোমবার সকাল ১১টায়।

মানববন্ধনে উপস্থিতরা এই আলোচনায় বক্তব্য রাখেন, যশোরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, হাবিবুর রহমান, দিপঙ্কর দাস রতন, বিএম শহিদুজ্জামান, আব্দুস সাত্তার, এড.মাহামুদ হাসান বুলু, তুষার, শেখ মাহমুদ, সন্তস কুমার দত্ত, তপন ঘোসাল, শেখ মাহমুদ ও হারুনুর রশিদ প্রমুখ।

বক্তারা মায়ানমারে রাখাইন প্রদেশে সামরিক বাহিনী কতৃক সংখালঘু মুসলিমদের উপর  নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, গুলী ও আগুনে পুড়িয়ে হত্যা করায় তারা গভির উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা সকল ধরনের সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে এগিয়ে আশার দাবি জানান। সে সাথে জাতিসংঘের মাধ্যমে ক্ষতিগ্রস্থ  দের ব্যায়ভার ও সকল সমস্যা সমাধানের জন্য, বক্তারা জোর দাবি করেন।

Check Also

jessore-jail

কারাগার থেকে বের হওয়া মাত্র নিখোজ, পুলিশ জিডি গ্রহন করছে না!

শাওন, যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সুমন ওরফে চিকিসুমন নামে এক যুবক নিখোজ ...