Saturday , December 10 2016
সদ্য প্রাপ্ত
Home / অন্যান্য / ভারতের যে গ্রামের মেয়েরা পুরুষের জুতা ধোয়া পানি পান করেন
প্রকাশঃ 24 Aug, 2016, Wednesday 5:19 PM || অনলাইন সংস্করণ
india_projonmo

ভারতের যে গ্রামের মেয়েরা পুরুষের জুতা ধোয়া পানি পান করেন

প্রজন্ম ডেস্ক: পুরুষের জুতা ধোয়া পানিতে কোন সুখ লেখা আছে তা কে জানে! তবে ভারতের দক্ষিণ রাজস্থানের একটি গ্রামের মেয়েরা পুরুষের জুতা ধোয়া পানি খান। ছোট্ট সেই গ্রামটির নাম ভিলওয়ারা। এখানেই আছে বাংকায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতা মুখে নিয়ে পানি খাচ্ছেন মেয়েরা। এই মন্দিরে এটি খুব সাধারণ দৃশ্য। এখানে মেয়েরা আসেন তাদের অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। আর সেই মুক্তির জন্যই তারা এমনসব রীতি মানেন যা দেখার জন্যও অত্যন্ত খারাপ।

শুধু জুতা ধোয়া পানি খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতা মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়। এর পরে প্রায় ২০০টি সিঁড়ি দিয়ে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে। এর পরে জুতা ধুয়ে পানি খাওয়ার পালা। সেখানেই শেষ নয়। এর পরে ফের জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা। সব কিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায়।সূত্র: এবেলা

Check Also

microsoft-selfie-app

‘মাইক্রোসফট সেলফি’ অ্যাপস আসছে অ্যানড্রয়েডে

অনলাইন ডেস্ক: সেলফি প্রেমিদের কাছে ‘সেলফি’ ছাড়া এখন যেন কোন সেলিব্রেশনই সম্পূর্ণ হয় না। স্মার্টফোনের ...