Thursday , December 8 2016
Home / Uncategories / ব্যাটিংয়ে চিটাগং
প্রকাশঃ 08 Nov, 2016, Tuesday 2:04 PM || অনলাইন সংস্করণ
mash

ব্যাটিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্কঃ শুরু হল চার-ছক্কার জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। গত ৪ নভেম্বর বিপিএলের পর্দা উঠলেও আজ থেকেই ব্যাটে-বলের লড়াই শুরু হচ্ছে। বৃষ্টির কারণে প্রথম তিন দিনের খেলা ভেস্তে যায়।

আজ উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই- বাংলায় দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি তামিমের চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল: মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, মারলন স্যামুয়েলস।

চিটাগং ভাইকিংস দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুল রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, তাইমাল মিলস।

Check Also

hamis_vasani

নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ: রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে ...