Friday , December 9 2016
সদ্য প্রাপ্ত
Home / সারা বাংলা / রাজশাহী বিভাগ / বাগাতিপাড়ায় সংস্কৃতি কর্মীদের সাথে ইউএনও’র মত বিনিময়
প্রকাশঃ 02 Nov, 2016, Wednesday 5:48 PM || অনলাইন সংস্করণ
news-photo1-copy

বাগাতিপাড়ায় সংস্কৃতি কর্মীদের সাথে ইউএনও’র মত বিনিময়

মোঃ মিজানুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃ প্রতিম সংগঠন বকুল স্মৃতি থিয়েটারের কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ।গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলির সদস্য ও লোক গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল, ইলামিত্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মসগুল হোসেন ইতি, বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহবুব হোসেন, সহ-সভাপতি গোলাম ফারুক পিন্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পুঠিয়া থিয়েটারের কর্মী লিলি,সাংবাদিক মিজানুর রহমান সহ থিয়েটারের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ বলেন, বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি মাদার পীরের পালা, নছিমনের পালা, মনোষা মঙ্গলের পালা সহ অন্যান্য লোকজ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার অহ্বান জানান। এছাড়াও উপজেলা প্রসাশনের পক্ষথেকে সার্বিক সহযোগীতারও আশ্বাস দেন তিনি।

Check Also

pic-2

ফুলবাড়ী পৌরসভা সভাকক্ষে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন প্লানিং সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এ্যাডভোকেসী ...