Thursday , December 8 2016
Home / সারা বাংলা / রাজশাহী বিভাগ / বাগাতিপাড়ায় চলতি মাসে সেরা এসআই নির্বাচিত হলেন লেবু মিয়া
প্রকাশঃ 28 Nov, 2016, Monday 3:46 PM || অনলাইন সংস্করণ
bagatipara-news

বাগাতিপাড়ায় চলতি মাসে সেরা এসআই নির্বাচিত হলেন লেবু মিয়া

মোঃ মিজানুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় গত অক্টোবর মাসের কর্মদক্ষতার ভিত্তিতে চলতি মাসে সেরা এস আই হিসেবে নির্বাচিত হলেন লেবু মিয়া। মাদকের বিরুদ্ধে অভিযান, লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটকে অভিযান, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ সম্মানে ভূষিত করা হয়। থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম তাকে এ সম্মাননা প্রদান করেন। এ উপলক্ষে সোমবার থানা চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে তিন মাসের প্রশিক্ষণ শেষ করায় পিএসআই আঃ মজিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন এসআই আচানুল কবীর, এসআই রুস্তম প্রমুখ।

Check Also

11

দিনাজপুরে গুলিতে নিহত ৩ যুবক নাটোরের যুবলীগকর্মী

প্রজন্ম ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিন যুবক নাটোরের যুবলীগকর্মী বলে জানিয়েছে পুলিশ। ...