Saturday , December 10 2016
সদ্য প্রাপ্ত
Home / জাতীয় / বর্তমান সরকার গণমাধ্যমকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ : ইনু
প্রকাশঃ 23 Aug, 2016, Tuesday 9:21 PM || অনলাইন সংস্করণ
inu

বর্তমান সরকার গণমাধ্যমকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠা করেছেন। সাংবাদিকদের প্রয়োজনে অন্যান্য কল্যাণেও এই তহবিলকে কাজে লাগানো হবে।

বর্তমানে এই তহবিলের পরিমাণ হচ্ছে- এক কোটি ৪০ লাখ টাকা। ভবিষ্যতে এই তহবিল আরো বাড়তে পারে। এ বছর ১৯৬ জন সাংবাদিক এই তহবিল থেকে সহায়তা পাবেন।

আজ সচিবালয়ে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমাদের কর্মকান্ড শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও বিস্তৃত।

এ প্রসঙ্গে তিনি আজ বাংলাদেশ-ভারত মৈত্রী রেডিও চ্যানেল চালুর কথা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তথ্য সচিব মর্তুজা আহমেদ ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত মন্ত্রণালয়ের সাফল্যের কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) এ কে এম শামীম চৌধুরী। -কালের কণ্ঠ

Check Also

rowshon

প্রধানমন্ত্রী আপনি ২০০ বছর বাঁচুন, আমাদের কে দেখবে আপনি না থাকলে?”- রওশন এরশাদ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে তিন বার নিরাপত্তা তল্লাসি চালানোর দাবি জানিয়ে শেখ হাসিনার দুইশ ...