Friday , December 9 2016
সদ্য প্রাপ্ত
Home / Slider / বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জয়ের
প্রকাশঃ 08 Nov, 2016, Tuesday 7:49 AM || অনলাইন সংস্করণ
joy

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জয়ের

প্রজন্ম ডেস্ক: বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্র প্রবাসী জয় সোমবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘আমার নানার খুনিকে অবশ‌্যই ফেরত পাঠাতে হবে যুক্তরাষ্ট্রকে’ নিবন্ধে এই আহ্বান জানান। বঙ্গবন্ধুর খুনিদের মধ‌্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। বঙ্গবন্ধুকন‌্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রাশেদ চৌধুরীকে ফেরত পেতে উদ‌্যোগী হলেও তাতে কোনো ফল এখনও আসেনি।

বঙ্গবন্ধুর নাতি জয় লিখেছেন, “আমার পরিবারের একজন খুনি, রাশেদ চৌধুরী, মুক্তভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে। বাংলাদেশ সরকারের চেষ্টা সত্ত্বেও তিনি এখানে প্রকাশ‌্যে রয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারকে অবশ‌্যই তাকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।”

Check Also

untitled-1

৮ই ডিসেম্বর সরাইল মুক্ত দিবস

দীপক দেবনাথ (সরাইল, ব্রস্মমনবাড়ীয়া): আজ ৮ই ডিসেম্বর সরাইল মুক্ত দিবস পালিত হয়। ১৯৭১সালের এই দিনে ...