Friday , December 9 2016
সদ্য প্রাপ্ত
Home / অন্যান্য / দেখতে অবিকল শিশু কিন্তু বয়স ৩০!
প্রকাশঃ 19 Oct, 2016, Wednesday 5:54 PM || অনলাইন সংস্করণ
projeriya

দেখতে অবিকল শিশু কিন্তু বয়স ৩০!

প্রজন্ম ডেস্কঃ তাকে যে দেখবে সাথে সাথে বলে উঠবে সে ৫-৬ বছর বয়সী শিশু। কিন্তু তার বয়স ৩০ বছর। আর এমনই এক অস্বাভাবিক শিশুর খোঁজ মিলল পরশুরাম গ্রামে।

বুধবার বিকেলে গনমাধ্যমকর্মীর সাথে নিশাদের সাথে কথা হয়।

উপজেলার চিথলিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের হারুন মোয়াজ্জমের বড় ছেলে নিশাদ (৩০)। দেড় ফুট আকার নিয়ে জন্ম নেয়া নিশাদের মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মত।

চোয়ালের চামড়া কুঁচকে গেছে। হাত-পা সহ সারা শরীরে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিক এই চেহারা নিয়ে ৩০ বছর বয়স পার করেছে নিশাদ। দিনে দিনে তার চেহারা আরও বুড়িয়ে যাচ্ছে। হারুন মোয়াজ্জম জানান, আমার এক ছেলে ও এক মেয়ে স্বাভাবিকভাবে জন্ম নিলেও বড় ছেলে নিশাদ বৃদ্ধ মানুষের আকৃতি নিয়েই জন্ম নেয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিজের সব কাজ নিজেই করতে পারে নিশাদ। বলতে পারে স্বাভাবিক কথাবার্তাও। নিশাদ প্রতিবন্ধী ভাতাও পায়।

এর আগে চিকিৎসা গবেষণায় জানা যায়, এটি বিরল প্রোজেরিয়া রোগ। গ্রিক শব্দ প্রোজেরোস থেকে প্রোজেরিয়া শব্দের উদ্ভব। যার অর্থ অল্পতেই বৃদ্ধ। প্রজেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তি দেখতে অবিকল বৃদ্ধের মত হয়। এমনকি বৃদ্ধ বয়সে হয় এমন বেশির ভাগ রোগও দেখা যায় তাদের মধ্যে। এখনো এ রোগের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি বলে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে  জানা গেছে।

Check Also

microsoft-selfie-app

‘মাইক্রোসফট সেলফি’ অ্যাপস আসছে অ্যানড্রয়েডে

অনলাইন ডেস্ক: সেলফি প্রেমিদের কাছে ‘সেলফি’ ছাড়া এখন যেন কোন সেলিব্রেশনই সম্পূর্ণ হয় না। স্মার্টফোনের ...