Saturday , December 10 2016
সদ্য প্রাপ্ত
Home / সারা বাংলা / ঢাকা বিভাগ / জাবিতে স্পেশাল নিডস্ এডুকেশন সেন্টারের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশঃ 05 Nov, 2016, Saturday 5:55 PM || অনলাইন সংস্করণ
zzz

জাবিতে স্পেশাল নিডস্ এডুকেশন সেন্টারের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত ‘স্পেশাল নিডস্ এডুকেশন সেন্টার (এসএনইসি)’ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে এসএনইসি সুষ্ঠুভাবে পরিচালনায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত সচিব তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে ইতোমধ্যে সাড়ে এক চল্লিশ কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। তিনি এসএনইসি’র ভৌত অবকাঠামোগত উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএনইসি’র পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী।

উল্লেখ্য, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিষ্টিক শিশুদের এ ধরনের স্কুল রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালা নামে এটির যাত্রা শুরু হয়।

Check Also

anol-bishas

বি-বাড়িয়ার শিশু অনল এর চিকিৎসা অর্থের অভাবে বন্ধ, তবুও সে বাঁচতে চায় সুন্দর পৃথিবীতে 

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার ৩য় শ্রেণীতে পড়ুয়া ৯বছরের শিশু অনল বিশ্বাস এর ...