Saturday , December 10 2016
সদ্য প্রাপ্ত
Home / অন্যান্য / ছাত্রদের দিয়ে পা টিপিয়ে শিক্ষক বরখাস্ত! (ভিডিও)
প্রকাশঃ 31 Aug, 2016, Wednesday 6:35 PM || অনলাইন সংস্করণ
teacher

ছাত্রদের দিয়ে পা টিপিয়ে শিক্ষক বরখাস্ত! (ভিডিও)

প্রজন্ম ডেস্ক: দশম শ্রেণীর ছাত্রদের দিয়ে পা টিপিয়ে বিপাকে পড়লেন ভারতের ছত্তিশগড়ের এক সরকারি স্কুলের শিক্ষক। অভিযুক্ত অনুপ মিঞ্জ ছত্তিশগড়ের জাশপুরের টুমলা হাই-স্কুলের ইংরেজির শিক্ষক।

ছাত্রদের দিয়ে ঐ শিক্ষকের পা টিপে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ঘটে বিপত্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপ মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছেন। আর তিন ছাত্র মিলে তার ঘাড়, পিঠ ও পা টিপে দিচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়, খাতা দেখার নাম করে স্টাফরুমে দশম শ্রেণীর তিন ছাত্রকে অনুপ ডেকে পাঠান। খাতা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ছাত্রদের বলেন তার গা-হাত-পা টিপে দেওয়ার জন্য। স্টাফরুমে অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন সে সময়ে। সেই গোটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

Check Also

microsoft-selfie-app

‘মাইক্রোসফট সেলফি’ অ্যাপস আসছে অ্যানড্রয়েডে

অনলাইন ডেস্ক: সেলফি প্রেমিদের কাছে ‘সেলফি’ ছাড়া এখন যেন কোন সেলিব্রেশনই সম্পূর্ণ হয় না। স্মার্টফোনের ...