Saturday , December 10 2016
সদ্য প্রাপ্ত
Home / সারা বাংলা / ঢাকা বিভাগ / কুলিয়ারচরে ব্র্যাকের উদ্যোগে পল্লী সমাজ নামের এক সংগঠনকে আপগ্রেটড ঘোষণা
প্রকাশঃ 27 Oct, 2016, Thursday 4:15 PM || অনলাইন সংস্করণ
kuliarchar

কুলিয়ারচরে ব্র্যাকের উদ্যোগে পল্লী সমাজ নামের এক সংগঠনকে আপগ্রেটড ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিনঃ ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর অধীনে সংগঠিত দরিদ্র নারীদের সংগঠন পল্লী সমাজ নামের একটি সংগঠনকে গতকাল ২৬ অক্টোবর সকাল ১০ টায় এক আলোচন সভার মাধ্যমে আপগ্রেড ঘোষণা করা হয়। সভাটি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী চক বাজার সংলগ্ন শেফালি বেগমের বাড়িতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি দরিদ্র নারীদের সংগঠন পল্লী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভা নেত্রী শেফালি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলম, ব্র্যাকের নারী বিষয়ক কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান ও বড় ছয়সুতী ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাচ্চু মিয়া।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ দ্বীন ইসলাম, মোঃ গোলাপ মিয়া, নুরুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ মুর্শিদ মিয়া ও “দৈনিক প্রজন্ম” এর এই প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধ করণে করণীয়সহ বাল্য বিয়ের কু-ফলতা ও নারীর ক্ষমতায়নের বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। পরে কুলিয়ারচর উপজেলা সমবায় অফিসার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী নারীদের এ সংগঠনটি আপগ্রেড ঘোষাণা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্র্যাক নারী ক্ষমতায়নের পল্লী সমাজের মাঠ কর্মী তানিয়া সুলতানা।

Check Also

anol-bishas

বি-বাড়িয়ার শিশু অনল এর চিকিৎসা অর্থের অভাবে বন্ধ, তবুও সে বাঁচতে চায় সুন্দর পৃথিবীতে 

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার ৩য় শ্রেণীতে পড়ুয়া ৯বছরের শিশু অনল বিশ্বাস এর ...