Saturday , December 10 2016
সদ্য প্রাপ্ত
Home / Slider / আগামী রবিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশঃ 02 Nov, 2016, Wednesday 3:21 PM || অনলাইন সংস্করণ
hasina

আগামী রবিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ আগামী রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।  দুপুর ২ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছবেন। দুপুর আড়াইটায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এক ঘণ্টা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থানের পর বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

Check Also

cu_b

চবির হলে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার:ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক

মাসুম চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর শাহ জালাল ও শাহ আমানত ...