Friday , December 9 2016
সদ্য প্রাপ্ত
Home / সারা বাংলা / খুলনা বিভাগ / অভয়নগরে বিনামূল্যে ক্যান্সার সচেতনতা ও রোগ নির্নয় ক্যাম্পের উদ্বোধন
প্রকাশঃ 09 Nov, 2016, Wednesday 7:23 PM || অনলাইন সংস্করণ
mp

অভয়নগরে বিনামূল্যে ক্যান্সার সচেতনতা ও রোগ নির্নয় ক্যাম্পের উদ্বোধন

সাকিব জিকো, অভয়নগর (যশোর): অভয়নগরের নওয়াপাড়ায় এক দিনের বিনামূল্যে ক্যান্সার সচেতনতা ও রোগ নির্নয় ক্যাম্পের উদ্বোধন হয়েছে। জানাগেছে, ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েলফেয়ার সেন্টার এর উদ্যোগে গতকাল বুধবার সকালে নওয়াপাড়া ডিগ্রি কলেজে দিনব্যাপি বিনামূল্যে ক্যান্সার সচেতনতা রোগ নির্নয় ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায়। ক্যাম্প সেমিনারের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। উক্ত ফ্রি ক্যাম্পে ৩’শ ৫০ জন রোগী তাদের রোগ সর্ম্পকে করনীয় বিষয়ে নিবন্ধন করেন। প্রোগ্রাম ইনচার্জ সূর্বনা মজুমদার বলেন, বুধবার সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ প্রবির বিজয় কর, ডাঃ হেনা কারিয়া, ডাঃ পি কে দেয়, ডাঃ বাসুদেব দাস, ডাঃ তরুন কুমার দাস, ডাঃ গৌতম ঘোস, ডাঃ প্রনব কুমার দাশ ও ডাঃ অমিতাবহ রায় উপস্থিত মানুষের ক্যান্সার সর্ম্পকে সচেতন ও প্রাথমিক ব্যবস্থাগ্রহনে পরামর্শ দেন ।

Check Also

manob

সাতক্ষীরাতে প্রাথমিক শিক্ষক সমিতি প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন

এস এম পলাশ, সাতক্ষীরা: সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রাথমিক শিক্ষক সমিতি (প্যানেল) এর পক্ষ থেকে ...