Friday , December 9 2016
সদ্য প্রাপ্ত
Home / সারা বাংলা / খুলনা বিভাগ / অভয়নগরে আবারো সড়ক দুর্ঘটনায় দিনমজুর আহত ॥ ঘাতক ট্রাক জব্দ
প্রকাশঃ 20 Nov, 2016, Sunday 10:53 AM || অনলাইন সংস্করণ
d

অভয়নগরে আবারো সড়ক দুর্ঘটনায় দিনমজুর আহত ॥ ঘাতক ট্রাক জব্দ

সাকিব জিকো, অভয়নগর (যশোর): অভয়নগরে আবারো সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর আহত হয়েছে। ঘাতক ট্রাকটি নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নওয়াপাড়া বাজারস্থ ইসলামী ব্যাংক লিঃ এর সামনে একটি নছিমনে মাল ওঠানোর সময় পেছন দিক থেকে আসা যশোরগামী ঝিনাইদহ একতা মটরস’র (যশোর-ট-১১-১৫৪৮) ট্রাকটি তাকে চাঁপা দেয়। মারাত্মক আহত নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের দিনমজুর ইদ্রীস আলী (৫০) কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি ধরতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি এ কে এম আজিজুল হাকিম দুর্ঘটনা ও ট্রাক জব্দের বিষয়টি স্বীকার করেছেন।

Check Also

manob

সাতক্ষীরাতে প্রাথমিক শিক্ষক সমিতি প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন

এস এম পলাশ, সাতক্ষীরা: সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রাথমিক শিক্ষক সমিতি (প্যানেল) এর পক্ষ থেকে ...